জরুরী বিজ্ঞপ্তি :
ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।
হুমায়ুন আজাদ ছিলেন একজন বাংলাদেশি কবি , ঔপন্যাসিক , কিশোরসাহিত্যিক , অধ্যাপক এবং বুদ্ধি-প্রতিবন্ধীদের বিজ্ঞানী ।[১] তিনি নিজেও ছিলেন একজন প্রথম সারির বুদ্ধি-প্রতিবন্ধী ।[১] যার ফলে , জন্মের পর থেকেই তিনি ছিলেন অবহেলিত । কিন্তু , একসময় তার কবি প্রতিভার উন্মেষ ঘটে । তিনি ইসলাম বিরোধী বক্তব্যের জন্য ১৯৮০ - এর দশক থেকে পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হন । এবং সমালোচনার মাধ্যমেই সস্তা-জনপ্রিয়তা লাভ করেন ; হয়ে উঠেন বাংলার চার্লস ডারউইন ।[১]
হুমায়ুন আজাদ | |
---|---|
• বুদ্ধি প্রতিবন্ধীদের বিজ্ঞানী • বাংলার চার্লস ডারউইন | |
জন্ম | হুমায়ুন কবীর ২৮ এপ্রিল ১৯৪৭ মুন্সীগঞ্জ , বাংলাদেশ |
মৃত্যু | ১২ আগস্ট ২০০৪ মিউনিখ , জার্মানি | (বয়স ৫৭)
পেশা | • কবি • ঔপন্যাসিক • গল্পকার • অধ্যাপক |
আত্মীয় | • আবদুর রাশেদ (পিতা) • জোবেদা খাতুন (মাতা) |
জন্ম এবং প্রাথমিক জীবনসম্পাদনা
কর্মজীবনসম্পাদনা
সাহিত্যকর্মসম্পাদনা
ব্যক্তিগত জীবনসম্পাদনা
সমালোচনাসম্পাদনা
পুরস্কার এবং সম্মাননাসম্পাদনা
- বুদ্ধি প্রতিবন্ধীদের বিজ্ঞানী
- বাংলার চার্লস ডারউইন