জরুরী বিজ্ঞপ্তি :

ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।

Donation.svg MAKE YOUR DONATION NOW

স্কাউটিং বিশ্বব্যাপী একটি যুব সংস্থা । এর লক্ষ্য যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো , যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে । স্কাউট আন্দোলন ১৯০৭ সালে রবার্ট ব্যাডেন পাওয়েল শুরু করেন । তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ল্যাফটেনেন্ট জেনারেল । বর্তমানে পৃথিবীর ১০০ কোটি স্কাউট ও গার্লস গাইড বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করছে ।

মূল লক্ষ্যসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্ৰসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা


WIKIYRI 1ST ANNIVERSARY IS COMING SOON !!!