শরিফুল ইসলাম পলাশ , যিনি শরিফ বি. মাহমুদ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী গবেষক , লেখক , ব্লগার , কম্পিউটার প্রোগ্রামার , ওয়েব মাস্টার , ডিজিটাল মার্কেটার , উদ্যোক্তা এবং উইকিইরি'র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা । তিনি ৮ আগস্ট ২০০২ খ্রিষ্টাব্দে নালিতাবাড়ি , শেরপুর জন্মগ্রহণ করেন । মূলত তিনি তার মার্জিত ব্লগের জন্য বিখ্যাত । এছাড়াও তিনি তার গবেষণাধর্ম , উক্তি এবং উপন্যাস সিরিজ তুমিও আমিও এবং আমি এবং আমিত্বের গল্প'র জন্যও পরিচিত ।
জন্ম | শরিফুল ইসলাম ৮ আগস্ট ২০০২ নালিতাবাড়ি , শেরপুর |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
শিক্ষা | • কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , টাঙ্গাইল • দাওধারা - কাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় , শেরপুর • মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় , শেরপুর • সরকারি নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ , শেরপুর |
পেশা | গবেষক • লেখক • ব্লগার • কম্পিউটার প্রোগ্রামার • ওয়েব মাস্টার • উদ্যোক্তা • দাঈ |
কর্মজীবন | ২০১২ - বর্তমান |
প্রতিষ্ঠান | ইরি ফাউন্ডেশন |
পরিচিতির কারণ | ব্লগ • গবেষণা কর্ম • উক্তি • লেখা |
উচ্চতা | ৫ ফু ৮ ই |
আন্দোলন | সালাফি |
পিতা-মাতা |
|