ল্যাম্প (L.A.M.P.) শব্দটি একগুচ্ছ বিনামূল্য সফটওয়্যারকে নির্দেশ করে , যেগুলো সাধারণত ওয়েবসাইট বা সার্ভার পরিচালনায় ব্যবহৃত হয়ে থাকে ।
- লিনাক্স (LINUX) ; এক ধরনের অপারেটিং সিস্টেম ।
- এ্যাপাচি (APACHE) ; এক ধরনের ওয়েব সার্ভার ।
- মাইএসকিউএল (MYSQL) ; এক ধরনের ডেইটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ।
- পিএইচপি (PHP) বা পার্ল (PERL) বা পাইথন (PYTHON) ; স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ।
এদেরকে একত্রে ল্যাম্প (L.A.M.P.) নামে অভিহিত করা হয় ।