জরুরী বিজ্ঞপ্তি :

ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।

Donation.svg MAKE YOUR DONATION NOW

রবার্ট ব্যাডেন পাওয়েল , যিনি স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন । এছাড়াও , তিনি ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন । তার পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল

রবার্ট ব্যাডেন পাওয়েল
Baden-Powell USZ62-96893 (retouched and cropped).png
জন্ম(১৮৫৭-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৮৫৭
গিলওয়েল , লন্ডন , যুক্তরাজ্য
মৃত্যু৮ জানুয়ারি ১৯৪১(1941-01-08) (বয়স ৮৩)
পরিচিতির কারণ
দাম্পত্য সঙ্গীওলেভ ব্যাডেন পাওয়েল

কর্মজীবনসম্পাদনা

স্কাউটিংসম্পাদনা

ব্যক্তিগত জীবনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা


WIKIYRI 1ST ANNIVERSARY IS COMING SOON !!!