মোঃজনি হোসেন হলেন একজন বাংলাদেশী উইকিপিডিয়ান এবং তরুণ জলবায়ুকর্মী,সেচ্ছাসেবী। তিনি বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার স্কাউট সদস্য [১] এছাড়ও তিনি ঈগলস ওপেন স্কাউট গ্রুপ সহকারী রোভার মেট [২]। এছাড়াও তিনি বাংলা উইকিপিডিয়া অবদানকারী।[৩]। তিনি সর্ববৃহৎ বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করনে কুমিল্লা উকিপিডিয়ানে অবদান রাখছে।[৪]
মোঃজনি হোসেন | |
---|---|
![]() উইকিম্যানিয়া বাংলাদেশের ২০২২ | |
জন্ম | মোঃজনি হোসেন ৫ জুলায় ২০০৩ কুমিল্লা |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
শিক্ষা | সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ |
মাতৃশিক্ষায়তন | নাখালপাড়াপড়া সরকারি বিদ্যালয় |
পেশা | সমাজকর্মী |
কর্মজীবন | ২০২১ - বর্তমান |
পরিচিতির কারণ | জলবায়ুকর্মী |
আন্দোলন | সেইভ ফিউচার বাংলাদেশ |
ওয়েবসাইট | mdjonihossain |
প্রাথমিক ও ব্যক্তিগত জীবনসম্পাদনা
মোঃজনি হোসেন ২০০৩ সালের ৪ জুলাই কুমিল্লা জেলার হোমনা উপজেলা গারমোরা উনিয়নের ছয়ঘরিয়া নামক গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ হানিফ হোসেন এবং মাতার নাম নুরজাহান বেগম । তিনি পিতামাতার তৃতীয় ছেলে
কর্মজীবনসম্পাদনা
শিক্ষাজীবনসম্পাদনা
বর্তমানে তিনি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণি পড়াশুনা করছেন। তিনি ২০২১ সালে এসএসসি পাশ করেন [৫]।
স্বেচ্ছাসেবী জীবনীসম্পাদনা
তিনি বিডি ক্লিন ঢাকা মহাখালী জোন লজিস্টিকস মডারেটর।
চিত্রশালাসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
তথ্যসুত্রসম্পাদনা
- ↑ "mdjonihossain | World Scouting"। members.scout.org। সংগ্রহের তারিখ ২০২২-১২-২১।
- ↑ "বাংলাদেশ স্কাউটস | বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম"। service.scouts.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১২-২০।
- ↑ "উইকিপিডিয়া:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা"। উইকিপিডিয়া। ২০২২-০৬-২০।
- ↑ "বিষয়শ্রেণী:কুমিল্লার উইকিপিডিয়ান"। উইকিপিডিয়া। ২০২৩-০১-২৬।
- ↑ AHMED, MD KAYEAS (২০২২-০৯-১২)। "মোঃ জনি হোসেন স্বেচ্ছাসেবক হয়ে ওঠে গল্প"। Netrakona Live (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২০।