মুহাম্মাদ বা মুহম্মদ (ইংরেজি : MUHAMMAD ; আরবি : مُحَمَّد) হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ , সর্বশ্রেষ্ঠ নবী - রসুল , সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী , সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব , যিনি একাই শুধু একটি জাতিকে নয় , পরিবর্তন করে গেছেন একটি বিশ্বকে , বিশ্ববাসীকে ; সবাইকে অমানুষ ছাড়া ।
হযরত مُحَمَّد | |
---|---|
![]() মুহাম্মাদ , আল্লাহর রাসুল মসজিদে নববী এর দরজায় খোদাই করা | |
জন্ম | মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ২৯ আগস্ট ৫৭০ মক্কা , হেজাজ , আরব উপদ্বীপ |
মৃত্যু | ৮ জুন ৬৩২ ১২ রবিউল আউয়াল , ১১ হিজরি ইয়াসরিব (মদিনা) , হেজাজ , আরব উপদ্বীপ | (বয়স ৬২)
মৃত্যুর কারণ | অসুস্থতা (প্রবল জ্বর) |
সমাধি | স্থান : মদিনা , সৌদি আরব |
অন্যান্য নাম | আহমদ , আবুল কাসিম , রাসুল , নবি |
দাম্পত্য সঙ্গী |
|
সন্তান | কাসিম আবদুল্লাহ ইবরাহিম জয়নব রুকাইয়াহ উম্মে কুলসুম ফাতিমা |
পিতা-মাতা | আব্দুল্লাহ (পিতা) আমিনা (মাতা) |
আত্মীয় | হাসান (নাতি) হুসাইন (নাতি) মুহসিন (নাতি) জয়নব (নাতলি) উম্মে কুলসুম (নাতনি) আবদুল মুত্তালিব (দাদা) আলী (জামাতা) উসমান (জামাতা) আবু বকর (শ্বশুর) উমর (শ্বশুর) আবু সুফিয়ান হুয়াই ইবনে আখতাব আব্বাস (চাচা) হামজা (চাচা) আবু তালিব আবু লাহাব প্রথম মুয়াবিয়া (শ্যালক) |
স্বাক্ষর | |
মুহাম্মাদের সিলমোহর |