মিডিয়াউইকি একটি ওয়েব ভিত্তিক উইকি সফটওয়ার যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল প্রকল্পে ব্যবহৃত হয় । বিশ্বের জনপ্রিয় এবং বড় ওয়েব সাইটসহ উইকিয়ার সমস্ত সাইট এবং অন্যান্য উইকিগুলো মিডিয়াউইকি সফটওয়ার ব্যবহার করেই তৈরি । মূলত এটি তৈরি করা হয়েছিল উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার জন্য , যা এখন বাণিজ্যিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আভ্যন্তরিন জ্ঞান ব্যবস্থাপনা ও কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজেও ব্যবহৃত হচ্ছে ।
মূল উদ্ভাবক | ম্যাগনাস মান্সক লি ড্যানিয়েল ক্রকার |
---|---|
উন্নয়নকারী | উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং মিডিয়াউইকি স্বেচ্ছাসেবক |
প্রাথমিক সংস্করণ | ২৫ জানুয়ারি ২০০২ |
যে ভাষায় লিখিত | পিএইচপি |
অপারেটিং সিস্টেম | ক্রস প্ল্যাটফর্ম |
আকার | ~১৬.৫ মেগাবাইট |
উপলব্ধ | ৩৪৪টি ভাষায় |
ধরন | উইকি |
লাইসেন্স | GPLv2+ |
ওয়েবসাইট | MEDIAWIKI.ORG |