জরুরী বিজ্ঞপ্তি :
ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।
বাংলাদেশ স্কাউটস হলো বাংলাদেশের জাতীয় স্কাউট সংগঠন ।
ইতিহাসসম্পাদনা
স্কাউট ধাপসমূহসম্পাদনা
পারদর্শিতা ব্যাজসম্পাদনা
স্কাউট অঞ্চলসমূহসম্পাদনা
- ঢাকা অঞ্চল
- রাজশাহী অঞ্চল
- চট্টগ্রাম অঞ্চল
- সিলেট অঞ্চল
- খুলনা অঞ্চল
- বরিশাল অঞ্চল
- কুমিল্লা অঞ্চল
- দিনাজপুর অঞ্চল
- ময়মনসিংহ অঞ্চল
- রেলওয়ে অঞ্চল
- নৌ অঞ্চল
- এয়ার অঞ্চল
- রোভার অঞ্চল
আইন ও মূলমন্ত্ৰসম্পাদনা
কাব স্কাউট প্রতিজ্ঞাসম্পাদনা
আমি প্রতিজ্ঞা করছি যে ,
- আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
- প্রতিদিন কারো না কারো উপকার করতে
- কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ।
কাব স্কাউট আইনসম্পাদনা
- বড়দের কথা মেনে চলা ।
- নিজেদের খেয়ালে কিছু না করা ।
স্কাউট প্রতিজ্ঞাসম্পাদনা
আমি আমার আত্মমর্যাদার উপ নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে ,
- আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
- সর্বদা অপরকে সাহায্য করতে
- স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ।
স্কাউট আইনসম্পাদনা
- স্কাউট আত্মমর্যাদায় বিশ্বসী
- স্কাউট সকলের বন্ধু
- স্কাউট বিনয়ী ও অনুগত
- স্কাউট জীবের প্রতি সদয়
- স্কাউট সদা প্রফুল্ল
- স্কাউট মিতব্যয়ী
- স্কাউট চিন্তা , কথা ও কাজে নির্মল ।
স্কাউট মটোসম্পাদনা
- কাব স্কাউট মটো : যথাসাধ্য চেষ্টা করা ।
- স্কাউট মটো : সদা প্রস্তুত ।
- রোভার স্কাউট মটো : সেবা ।