জরুরী বিজ্ঞপ্তি :

ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।

Donation.svg MAKE YOUR DONATION NOW

ডিসপ্লে (DISPLAY) বা মনিটর (MONITOR) হলো কম্পিউটারের এক প্রকার হার্ডওয়্যার যা কম্পিউটারের কাজের ফলাফল গুলোকে আমাদের সামনে প্রদর্শন করে আমাদেরকে দেখতে সহায়তা করে । এটি দৃষ্টি প্রদর্শক সহায়ক একটি আউটপুট ডিভাইস ।[১]


চিত্র : COMPUTER

ডিসপ্লে বা মনিটরের কার্যপদ্ধতিসম্পাদনা

কম্পিউটারে থাকা প্রসেসর ব্যবহারকারীর থেকে ইনপুট গ্রহণ করে । অতঃপর , প্রসেসর সেই ইনপুটকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ডিসপ্লে বা মনিটরের মাধ্যমে আউটপুট প্রদান করে । ডিসপ্লে বা মনিটর ছাড়া কম্পিউটিং সম্ভব নয় । কম্পিউটিং এর ক্ষেত্রে ডিসপ্লে বা মনিটরের ভূমিকা অপরিসীম ।

ডিসপ্লে বা মনিটরের প্রকারভেদসম্পাদনা

LCD DISPLAY TECHNOLOGY

TFT LCD DISPLAY OR THIN FILM TRANSISTOR TECHNOLOGY LCD : এটি অনেক পুরনো একটি ডিসপ্লে প্রযুক্তি । সাধারণত স্বল্প মূল্যের ফোনগুলোতে এই প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয় । এই প্রযুক্তির ডিসপ্লে গুলোর কালার ফ্যাকাশে এবং তীর্যকভাবে কালো রঙ ছাড়া কিছুই প্রদর্শিত করতে পারে না । সূর্যের আলোতে এই ডিসপ্লেতে পরিষ্কার দেখতে অসুবিধা হয় এবং বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি । তবে উৎপাদন খরচ কম এবং তুলনামূলক সস্তা ।

IPS LCD DISPLAY OR IN - PLANE SWITCHING LCD : এই প্রযুক্তির ডিসপ্লে গুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি । এটি অনেক কালারফুল ডিসপ্লে প্রযুক্তি । এটি TFT LCD এর তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এবং দামী ।

SLCD DISPLAY OR SUPER LCD : এটি LCD DISPLAY এর সর্বাধুনিক ডিসপ্লে প্রযুক্তি । এই প্রযুক্তির DISPLAY গুলোতে সূর্যের আলোতে দেখতে অসুবিধা হয় না এবং অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী । এটি AMOLED DISPLAY গুলোর তুলনায় অনেক বেশি কালারফুল এবং প্রাণবন্ত ।

LED DISPLAY TECHNOLOGY

OLED DISPLAY OR ORGANIC LED : এটি TFT এবং IPS প্রযুক্তির ডিসপ্লে গুলোর তুলনায় অনেক উজ্জ্বল । এবং এই প্রযুক্তির ডিসপ্লে গুলোতে তীর্যকভাবে দেখতে কোন প্রকার অসুবিধা হয় না ।

AMOLED DISPLAY OR ACTIVE MATRIX OLED : এই প্রযুক্তির ডিসপ্লে গুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অত্যাধিক LED এর ব্যবহার যা সয়ংক্রিয়ভাবে চালু এবং বন্ধ হতে পারে । যার ফলে কালার গুলো প্রাণবন্ত রুপ ধারণ করে । এই প্রযুক্তির ডিসপ্লে গুলোতে সূর্যের আলোতে দেখতে কোন প্রকার অসুবিধা হয় না ।

S AMOLED DISPLAY OR SUPER AMOLED : এটি AMOLED DISPLAY প্রযুক্তির উন্নত একটি সংস্করণ । সাধারণত অধিক মূল্যের স্মার্টফোন গুলোতে এই প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করা হয় ।

S AMOLED + DISPLAY : এটি SUPER AMOLED DISPLAY প্রযুক্তির আধুনিক সংস্করণ ।

DYNAMIC AMOLED DISPLAY : এটি LED ডিসপ্লে এর সর্বাধুনিক ডিসপ্লে প্রযুক্তি । এর উৎপাদন খরচ বেশি হওয়ায় এই প্রযুক্তির ডিসপ্লে এর খুবই ব্যবহারের কম ।

LCD এবং LED ডিসপ্লে'র বৈশিষ্ট্যসম্পাদনা

LCD
  • LCD এর পূর্ণরুপ LIQUID CRYSTAL DISPLAY .
  • LCD DISPLAY পরিবেশ বান্ধব নয় ।
  • LCD DISPLAY চোখের জন্য ক্ষতিকারক । দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারের ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে ।
  • LCD DISPLAY অনেক কালারফুল । দেখতে LED এর তুলনায় অনেক আকর্ষণীয় । তবে তির্যকভাবে এই DISPLAY এর কালার কিছুটা ঘোলাটে ।
  • LCD DISPLAY কালো রঙ PERFECTLY প্রদর্শন করতে পারে না ।
  • LCD DISPLAY তুলনামূলক সস্তা এবং সাধ্যের ভিতরে । তবে LED এর তুলনায় খুব বেশি দামী নয় ।
  • LCD DISPLAY এর স্থায়ীত্বকাল প্রায় 16 বছর ( 10 HOUR / DAY ) .
  • সকল প্রকার LED DISPLAY গুলোই LCD DISPLAY .
LED
  • LED এর পূর্ণরুপ LIGHT EMITTING DIODE .
  • LED DISPLAY পরিবেশ বান্ধব ।
  • LCD DISPLAY এর তুলনায় কম ক্ষতিকারক এবং দীর্ঘসময় স্বাচ্ছন্দের সাথে ব্যবহার করা যায় ।
  • LCD DISPLAY এর রঙগুলো কিছুটা ঘোলাটে । তবে তীর্যকভাবে কালারের কোন পরিবর্তন লক্ষণীয় নয় ।
  • LED DISPLAY সাদা রঙ PERFECTLY প্রদর্শন করতে পারে না ।
  • LCD DISPLAY এর তুলনায় কিছুটা দামী ।
  • LED DISPLAY এর স্থায়ীত্বকাল প্রায় 27 বছর ( 10 HOUR / DAY ) .
  • সকল প্রকার LED DISPLAY গুলোই LCD DISPLAY .


বি : দ্র : LCD DISPLAY 16 বছর কিংবা LED DISPLAY 27 বছর পর নষ্ট হয়ে যাবে এমনটি নয় । তবে কালার গুলো তুলনামূলক ঘোলাটে হবে এবং CONTRAST ঠিকভাবে কাজ করবে না ।


তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা


WIKIYRI 1ST ANNIVERSARY IS COMING SOON !!!