ইতিহাস

WIKIYRI NEW.pngWIKIYRI.png

বিশ্বকোষ তৈরির আগ্রহের পরিপ্রেক্ষিতে , মিডিয়াউইকির সাহায্যে , ২০২১ খ্রিষ্টাব্দে শরিফ বি. মাহমুদ একটি খসড়া ওয়েবসাইট তৈরি করেন এবং তা প্রকাশ করেন । তবে তা শুধুমাত্র ডেস্কটপ সংস্করণের মধ্যেই সীমাবদ্ধ ছিল । এর কয়েক মাস পর ৫ এপ্লিল ২০২২ খ্রিষ্টাব্দে উইকিইরির অফিসিয়াল সংস্করণ প্রকাশ করা হয় । পরবর্তীতে উইকিইরির আরো বেশ কয়েকটি সংস্করণ প্রকাশ করা হয় । উইকিইরি কর্তৃপক্ষের দাবি , উইকিইরি হবে পরবর্তী প্রজন্মের জন্য সেরা ইন্টারনেট বিশ্বকোষ ।