জাকির আব্দুল করিম নায়েক , যিনি জাকির নায়েক হিসেবে অধিক পরিচিত একজন ভারতীয় গবেষক , বক্তা , ধর্ম প্রচারক , সার্জন এবং প্রেরণাদায়ী বক্তা । তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পন্ডিত । বর্তমানে তিনি দাওয়াহ এর সাথে ঘোরভাবে যুক্ত রয়েছেন । তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক স্কলার , যিনি শ্রী শ্রী রবি শংকর এর সাথে তর্ক করে এক দিনে কয়েক লাখ হিন্দুকে ইসলামে ফিরিয়ে নিয়ে এসেছেন । এছাড়াও তার বক্তব্য শুনে প্রতিদিন অনেক নাস্তিক , হিন্দু , বৌদ্ধ , ইহুদি , খ্রিষ্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ইসলামের আলো দেখতে পারছে ।
জন্ম | জাকির আবদুল করিম নায়েক ১৮ অক্টোবর ১৯৬৫ মুম্বাই , মহারাষ্ট্র , ভারত |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | এমবিবিএস |
মাতৃশিক্ষায়তন | কিষিণচাঁদ চেল্লারাম কলেজ টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ |
পেশা |
|
পরিচিতির কারণ | দাওয়াহ |
দাম্পত্য সঙ্গী | ফারহাত নায়েক |
সন্তান | ফারিক নায়েক রুশদা নায়েক জিকরা নায়েক |
সম্মাননা | ইসলাম পরিষেবায় বাদশাহ ফয়সাল পুরস্কার (২০১৫) |
ওয়েবসাইট | zakirnaik |