জরুরী বিজ্ঞপ্তি :
ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।
কুরআন বা কুরআন মজিদ হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ । এই গ্রন্থটি স্বয়ং আল্লাহ সুবহানাহু তায়ালা রচনা করেছেন । এই গ্রন্থটিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে (আধুনিক) বিজ্ঞান । এবং এটিই একমাত্র গ্রন্থ , যেই গ্রন্থের একটি বাক্যও আধুনিক বিজ্ঞান মিথ্যা প্রমাণ করতে পারেনি । যার ফলে , গ্রন্থটি সবচেয়ে বিজ্ঞানসম্মত এবং বৈজ্ঞানিক তথ্যসমৃদ্ধ হিসেবে সর্বজনীন স্বীকৃত । এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল তথা হযরত মুহাম্মদ (স.) এর উপর নাজিল হয় । নুবুওয়াত লাভের পর দীর্ঘ তেইশ বছর যাবৎ হযরত মুহাম্মদ (স.) - এর নিকট এ বাণীসমূহ ক্রমে ক্রমে অবতীর্ণ হয় ।
কুরআন মজিদ | |
---|---|
![]() | |
তথ্য | |
ধর্ম | ইসলাম |
ভাষা | আরবি |
যুগ | ৬০৯–৬৩২ |
অধ্যায় | ১১৪টি |
কুরআন হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান । এবং কুরআনে ৩০ টি খন্ড , ১১৪ টি সূরা এবং ৬,২৩৬ টি আয়াত রয়েছে । এটি মূল আরবি ভাষায় অবতীর্ণ হয় ।