উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত , বহুভাষিক , মুক্ত প্রবেশাধিকার , মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ , যা অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত , আয়োজিত এবং পরিচালিত । জানুয়ারি ১৫ , ২০০১ সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া চালু করেন । বর্তমানে এটি সব থেকে বড় এবং সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসাবে ব্যবহার হয় । যার পরিপ্রেক্ষিতে , শরিফ বি. মাহমুদ এটিকে বিশ্বকোষের পরিবর্তে , তথ্যসূত্র ভান্ডার হিসেবে উল্লেখ করে থাকেন ।[১]
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ |
---|---|
উপলব্ধ | ৩০১ টি সংস্করণ |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
প্রস্তুতকারক | জিমি ওয়েলস ল্যারি স্যাঙ্গার |
স্লোগান | মুক্ত বিশ্বকোষ ; যা যে কেউ সম্পাদনা করতে পারেন |
ওয়েবসাইট | wikipedia |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১৫ জানুয়ারি ২০০১ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
বিষয়বস্তুর লাইসেন্স | ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স |
প্রোগ্রামিং ভাষা | ল্যাম্প (সফটওয়্যার গুচ্ছ) |
ইতিহাসসম্পাদনা
প্রকৃতিসম্পাদনা
কার্যক্রমসম্পাদনা
বিতর্কসমূহসম্পাদনা
শিক্ষাক্ষেত্রে অনুৎসাহিতকরণসম্পাদনা
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদেরকে একাডেমিক কাজে কোন বিশ্বকোষ থেকে তথ্যসূত্র দিতে নিষেধ করেন , এর বদলে প্রাথমিক উৎসকে বেছে নিতে বলেন । আবার অনেকেই সুস্পষ্টভাবে উইকিপিডিয়া থেকেই তথ্যসূত্র দিতে নিষেধ করেন । এ প্রসঙ্গে শরিফ বি. মাহমুদ বলেন ,
“ | তথ্য পরিবর্তনশীল । সময়ের সাথে সাথে বদলে যায় তথ্য । অতএব , সঠিক তথ্য জানার ক্ষেত্রে , কোন ধরনের বিশ্বকোষের সাহায্য না নেওয়াটাই শ্রেয় ।[১] | ” |
“ | উইকিপিডিয়ার মতো সকল ইন্টারনেট বিশ্বকোষই সাধারণ মানুষের দ্বারা নিবন্ধিত এবং সম্পাদিত । যার ফলে , এর মধ্যে থাকে কোটি কোটি ভূল । এজন্য সঠিক তথ্য জানার ক্ষেত্রে , উইকিপিডিয়ার উপর নির্ভরশীল হওয়াটা একদমই অযৌক্তিক ।[১] | ” |
খোলামেলা বিষয়বস্তুসম্পাদনা
সচিত্র যৌন বিষয়বস্তু অনুমোদনের জন্য উইকিপিডিয়া একাধিকবার সমালোচিত হয়েছে । শিশু নিরাপত্তা অধিকারকর্মীগণ বলেন , উইকিপিডিয়ার অনেক পাতাতেই সচিত্র যৌন বিষয়বস্তু দেখা যায় , কোন সতর্কবার্তা বা বয়স যাচাইয়ের ব্যবস্থা ছাড়াই ।