ঈদ উল আযহা বা ঈদ উল আজহা বা ঈদ উল আধহা (আরবি : عيد الأضحى) ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি । চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত । এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয় । ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ । এর অর্থ হলো 'ত্যাগের উৎসব' । এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা । এ দিনটিতে মুসলমানেরা ফজরের সালাতের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার সালাত আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু , ছাগল , ভেড়া , মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে ।
আনুষ্ঠানিক নাম | عيد الأضحى |
---|---|
পালনকারী | মুসলিম |
ধরন | ইসলামি |
তাৎপর্য |
|
পালন | ঈদের সালাত কুরবানি দান সামাজিক সমাবেশ ভোজ ঈদি উপহার বিনিময় |
শুরু | ১০ জ্বিলহজ্জ |
সমাপ্তি | ১২ বা ১৩ জ্বিলহজ্জ |
সম্পর্কিত | হজ্জ |
ইসলামি চান্দ্র পঞ্জিকায অনুযায়ী , ঈদুল আযহা জ্বিলহজ্জের ১০ তারিখে অনুষ্ঠিত হয় । আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয় , সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে । ঈদের তারিখ স্থানীয়ভাবে জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ।