জরুরী বিজ্ঞপ্তি :
ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।
অ্যাডা লাভলেস ছিলেন একজন ইংরেজ গণিতবিদ এবং লেখক । যিনি চার্লস ব্যাবেজ'র এনালিটিক্যাল এঞ্জিনকে পরিচালনার জন্য প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তন করেছিলেন । এজন্য এ্যাডা লাভলেসকে প্রোগ্রামিংয়ের জনক হিসেবে অভিহিত করা হয় । তিনিই ছিলেন প্রথম কম্পিউটার প্রোগ্রামার ।
অ্যাডা লাভলেস | |
---|---|
![]() অ্যাডা লাভলেস | |
জন্ম | অগাস্টা অ্যাডা বেরন ১০ ডিসেম্বর ১৮১৫ লন্ডন , ইংল্যান্ড |
মৃত্যু | ২৭ নভেম্বর ১৮৫২ লন্ডন , ইংল্যান্ড | (বয়স ৩৬)
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | • গণিত • কম্পিউটিং |