প্রধান পাতা


জরুরী বিজ্ঞপ্তি :

ইরি হচ্ছে রাজনীতি বিরোধী , অরাজনৈতিক , অলাভ-জনক , শিক্ষা , দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান । গরিব-দুস্থদের সহায়তাই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য । এছাড়াও ইরি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে । গত কয়েক বছরে ইরির বিভিন্ন সহপ্রকল্প বন্ধ হয়ে গেছে । আমরা আবারো সেই , বন্ধ হয়ে যাওয়া সহপ্রকল্প গুলো চালুর সিন্ধান্ত নিয়েছি । যেহেতু আমরা বিনামূল্যে আমাদের সেবা সমূহ প্রদান করে থাকি এবং আমরা কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করিনা । সেহেতু দান গ্রহনই আমাদের আয়ের একমাত্র উৎস । তাই , ইরি এর সকল সেবা সমূহ সচল রাখতে এখনি দান করুন । ধন্যবাদ ।

Donation.svg MAKE YOUR DONATION NOW

WIKIYRI.png
উইকিইরিতে স্বাগতম

উইকিইরি সম্মিলিতভাবে সম্পাদিত , বহুভাষিক , মুক্ত প্রবেশাধিকার এবং যাচাইকৃত মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ , যা অলাভজনক সংস্থা ইরি ফাউন্ডেশন কর্তৃক সমর্থিত , আয়োজিত এবং পরিচালিত ।

এটি একটি যাচাইকৃত উন্মুক্ত বিশ্বকোষ ; যা সবাই সম্পাদনা করতে পারে ।

বর্তমানে উইকিইরি বাংলায় মোট নিবন্ধ সংখ্যা ১,১৩৫


ইতিহাস

WIKIYRI NEW.pngWIKIYRI.png

বিশ্বকোষ তৈরির আগ্রহের পরিপ্রেক্ষিতে , মিডিয়াউইকির সাহায্যে , ২০২১ খ্রিষ্টাব্দে শরিফ বি. মাহমুদ একটি খসড়া ওয়েবসাইট তৈরি করেন এবং তা প্রকাশ করেন । তবে তা শুধুমাত্র ডেস্কটপ সংস্করণের মধ্যেই সীমাবদ্ধ ছিল । এর কয়েক মাস পর ৫ এপ্লিল ২০২২ খ্রিষ্টাব্দে উইকিইরির অফিসিয়াল সংস্করণ প্রকাশ করা হয় । পরবর্তীতে উইকিইরির আরো বেশ কয়েকটি সংস্করণ প্রকাশ করা হয় । উইকিইরি কর্তৃপক্ষের দাবি , উইকিইরি হবে পরবর্তী প্রজন্মের জন্য সেরা ইন্টারনেট বিশ্বকোষ ।


সহপ্রকল্প



WIKIYRI 1ST ANNIVERSARY IS COMING SOON !!!